Howrah

Apr 20 2023, 14:53

*সেতু উদ্ভোধনে এসে বাসিন্দাদের পাশে দাঁড়ালো পুলক রায়*


উলুবেড়িয়াঃ আপনারা কোনভাবেই রাস্তার দুই পাশ দখল করবেন না। আমি প্রশাসনকে বলব তারা যেন এই বিষয়টি লক্ষ্য রাখেন। বুধবার বিকেলে উলুবেড়িয়া দক্ষিণ বিধানসভার বালিচাতুরি গ্রাম পঞ্চায়েতের ভবানীপুরে দামোদর নদীর উপর সেতুর শিল্যান্যাস করতে এসে এই কথা বলেন রাজ্যের পূর্ত মন্ত্রী পুলক রায়। প্রাশসন সূত্রে খবর ৯০ মিটার লম্বা ও সাড়ে ৭ মিটার চওড়া সেতুটি নির্মাণ করতে ব্যায় হবে প্রায় ১২ কোটি টাকা। সেতুটি একদিকে উলুবেড়িয়া এবং অন্যদিকে শ্যামপুরের সঙ্গে যোগ স্থাপন করবে‌। প্রশাসন সূত্রে খবর সেতুটি নির্মাণ হয়ে গেলে উলুবেড়িয়া দক্ষিণ বিধানসভার বালিচাতুরি,ধান্দালী, নবগ্রাম এবং বেলাড়ি গ্রাম পঞ্চায়েতের বাসিন্দারা উপকৃত হবেন।

এদিন সেতুর শিল্যান্যাস করে মন্ত্রী-পুলক রায় বলেন সেতুটি নির্মাণ হয়ে গেলে দুটি বিধানসভার মানুষের প্রচুর উপকার হবে। তিনি বলেন সেতুর উপর দিয়ে ভারী যানবাহন যাতায়াত করার জন্য সেতুটি পাকাপোক্তভাবে; নির্মাণ করা হচ্ছে। মন্ত্রী বলেন সেতুটি নির্মাণ হয়ে গেলে শ্যামপুর থেকে মাতাপাড়া রাস্তা চওড়া করা হবে। সুতরাং আপনাদের কাছে অনুরোধ রাস্তার দুই পাশ দখল করবেন না।

এদিন পুলক রায় বলেন সেতুটি নির্মাণের জন্য দেড় বছর সময়সীমা ধার্য করা থাকলেও এখানে জমি জট সমস্যা না থাকায় আগামী এক বছরের মধ্যে সেতুর কাজ শেষ হবে। এ দিনের এই অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্যামপুরের বিধায়ক কালিপদ মন্ডল, হাওড়ার জেলাশাসক মুক্তা আর্য, অতিরিক্ত জেলাশাসক ( পঞ্চায়েত) সৌমেন পাল, উলুবেড়িয়ার মহকুমাশাসক শমীক কুমার ঘোষ সহ অন্যান্যরা। প্রসঙ্গত দামোদর নদীর দুই পাড়ের বাসিন্দারা এতদিন কাঠের সেতুর উপর দিয়ে যাতায়াত করত।

Howrah

Apr 20 2023, 14:51

*প্রাণী পাচার রুখলো পুলিশ*


উলুবেড়িয়াঃ:  গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ ও বন দপ্তর যৌথ অভিযান চালিয়ে গড়চুমুক ফাড়ি এলাকার পূর্ব বাসুদেবপুর থেকে তক্ষক বিক্রির উদ্দেশ্যে জড়ো হওয়া তিন যুবককে গ্রেপ্তার করল। ধৃতদের কাছ থেকে একটি তক্ষক( টোকো গোকো) উদ্ধার করা হয়েছে। তিন যুবকের বিরুদ্ধে বন্যপ্রান শিকার ও বিক্রির অভিযোগ আনা হয়েছে। বুধবার তাদের উলুবেড়িয়া আদালতে তোলা হলে বিচারক তাদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। বন দপ্তর সুত্রে  জানাগেছে অভিযুক্ত তিনজন হলেন দক্ষিণ ২৪ পরগনার নোদাখালির বাসিন্দা বিমল অধিকারী, ক্যানিং এর বাসিন্দা তৈয়ব লস্কর এবং উলুবেড়িয়ার মৌবেশিয়ার বাসিন্দা রবিন দাস।

বন দপ্তর  সূত্রে খবর বিমল ও তৈয়ব তক্ষকটিকে বিক্রির উদ্দেশ্যে  গড়চুমুক ফাঁড়ি এলাকায় নিয়ে এসেছিল। বিমল অধিকারী ও তৈয়ব লস্কর। উলুবেড়িয়ার মোবেশিয়ার বাসিন্দা রবিনের সাথে বিমলের পরিচয় করিয়ে দিয়েছিল তৈয়ব লস্কর। রবিনের কাজ ছিল তক্ষকটির ক্ষরিদ্দার জোগাড় করার। সুত্রের খবর বডহুমূল্যে তক্ষকটি কেনার ক্ষরিদার জোগাড় হয়ে গেছে।

এটা জানার পর বিমল তক্ষকটিকে গড়চুমুক এলাকায়  নিয়ে আসে। তিনজনে জড়ো হয় একটি জায়গায়। এরপরেই গোপন সুত্রে খবর পেয়ে পুলিশ ও বন দপ্তর তিনজনকে গ্রেপ্তার করে।  বন দপ্তর সূত্রে খবর ভারতীয় বনপ্রান সংরক্ষণ আইন অনুযায়ী তক্ষক সিডিউল ১ পর্যায় ভুক্ত। একে শিকার করা , রাখা বা বিক্রয় করা আইনত অপরাধ।

Howrah

Apr 20 2023, 14:50

*মুকুল গুরুত্বহীন! দাবি অরুপ রায়ের*


মুকুল রায়ের দিল্লি যাত্রার প্রসঙ্গে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বক্তব্যের প্রতিক্রিয়া দিতে গিয়ে কটাক্ষ করেন রাজ্যের সমবায় মন্ত্রী। তিনি বলেন, মুকুল রায় প্রসঙ্গকে গুরুত্বহীন বলে দাবি করলেন সমবায় মন্ত্রী অরুপ রায়ের। পাশাপাশি মন্ত্রী দাবি সমুদ্রে অনেক আগাছা ভেসে অন্যত্র চলে যায় তাতে কিছু যায় আসে না।

Howrah

Apr 20 2023, 14:49

*ভারত জুট মিলে অচলাবস্থা*


হাওড়া : হাওড়ার দাসনগর ভারত জুট মিলে অচলাবস্থা। বিক্ষোভ দেখাচ্ছে শ্রমিকরা। গত ২রা এপ্রিল থেকে অচলাবস্থা চলছে দাসনগর ভারত জুট মিলে।কাজকর্ম পুরোপুরি বন্ধ। আর্থিক সংকটে প্রায় ৬০০জন শ্রমিক।বারবার কর্তৃপক্ষের কাছে সমস্যা সমাধানের জন্য আবেদন করেও লাভ হয়নি।

দ্রুত মিল চালু করা এবং শ্রমিকদের বকেয়া মেটানোর দাবিতে আজ বিক্ষোভ হয়।মিলের সদর দপ্তর হাওড়া হাউসে বিক্ষোভ দেখায় সবকটি শ্রমিক সংগঠন।পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসে শিবপুর থানার পুলিশ।

Howrah

Apr 19 2023, 11:26

*তীব্র দাবদাহে ফের রাজ্যে টর্নেডো*


বেলুড় মঠের টেকনিক্যাল কলেজের মাঠে ধুলোর ঝড়।অনেকটা টর্নেডোর মতো।মাত্র কিছুক্ষণ স্থায়ী হয় এই ঝড়।গতকাল বিকেলে এই ঝড় দেখা যায়।এই ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

Howrah

Apr 19 2023, 08:18

हावड़ा के चंगाई लाडलो मिल बाजार में लगी आग, छोटी-बड़ी कुल मिलाकर डेढ़ सौ दुकानें जलकर राख


चेंगैल स्टेशन के नजदीक लाडलो मिल मार्केट मे देर रात आग लगने से कई दुकानें जलकर राख। विनाशकारी आग ने देखते ही देखते आसपास कई दुकानें को अपने आगोश में ले लिया। स्थायी और अस्थायी दोनों तरह की तकरीबन 150 से अधिक दुकानें जल गई। दुकान में ईद के कारण काफी मात्रा में समान को रख्खा गया था सभी वस्तुऐ जलने के कारण नष्ट हो गईं।

आग देर रात करीब 1:30 बजे के आसपास लगी। देखते ही देखते आग बाजार की दुकानों में फैल गई। बाजार में छोटे व्यापारियों ने बताया कि अचानक आग लग जाती है और सब कुछ जल कर राख हो जाता है। आग लगने के बाद स्थानीय निवासियों और व्यवसायियों ने आग बुझाने में हाथ लगाया। लेकिन आग काबू में नहीं आई।

एक-एक कर दमकल की दस गाड़ियां मौके पर पहुंच गईं। अभी भी आग बुझाने का काम चल रहा है। पुलिस मौके पर है। आग किस वजह से लगी यह अभी स्पष्ट नहीं हो सका है। व्यापारियों की शिकायत है कि फायर ब्रिगेड देर से आई है। फायर ब्रिगेड पहले पहुंच जाती तो नुकसान कम होता। दमकल विभाग की ओर से आरोप को नकारा जा रहा है।

Howrah

Apr 17 2023, 18:32

*পানীয় জলের সমস্যা মেটাতে খোলা হল কন্ট্রোল রুম*


গ্রীষ্মের প্রচণ্ড দাবাদাহে পানীয় জলের সমস্যা মেটাতে হাওড়া পুরসভার পক্ষ থেকে খোলা হল কন্ট্রোল রুম। কোন এলাকায় পানীয় জলের সমস্যা দেখা দিলে স্থানীয় বাসিন্দারা পুরসভাকে ফোন করে সাহায্য চাইতে পারেন। সেক্ষেত্রে পুরসভার পক্ষ থেকে পাইপলাইনের দ্রুত মেরামতি সারানোর পাশাপাশি পানীয় জলের গাড়ি পাঠানো হবে বলে জানিয়েছেন হাওড়া পুরসভার প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান।

প্রচন্ড দাবাদাহে হাওড়া জেলার বেশ কয়েকটি ওয়ার্ডে পানীয় জলের সমস্যা দেখা দিয়েছে। পুরসভার পক্ষ থেকে ওইসব এলাকায় পানীয় জলের গাড়ি পাঠানো হচ্ছে। হাওড়া পুরসভার প্রশাসক মন্ডলী চেয়ারম্যান সুজয় চক্রবর্তী জানিয়েছেন পুরসভার পক্ষ থেকে পানীয় জলের সমস্যা মেটাতে কন্ট্রোল রুম খোলা হয়েছে। এই কন্ট্রোলরুমের নাম্বার হল ০৩৩ ২৬৩৮৩২১২ / ১৩। এই কন্ট্রোলরুমে ফোন করে শহরের যে কোন বাসিন্দা এলাকার জলের সমস্যার কথা পুরসভাকে জানাতে পারবেন। পুরসভার পক্ষ থেকে ওই ওয়ার্ডে ইঞ্জিনিয়ার পাঠানো হবে। যদি পাইপলাইনের সমস্যা থাকে তাহলে দ্রুত সারিয়ে দেওয়া হবে।

এর পাশাপাশি পুরসভার ১২০০ লিটারের ৩৩ টি গাড়ি এবং ২০০০ লিটারের ৬ টি গাড়ি আছে। এই জল সরবরাহ গাড়িগুলি থেকে ওই এলাকায় জল পাঠানো হবে। তিনি আরো বলেন বর্তমানে হাওড়া ময়দান ও সালকিয়া সহ শহরের বেশ কয়েকটি জায়গায় সারাদিন পানীয় জলের গাড়ি রাস্তায় দাঁড়িয়ে থাকছে। যাতে পথচলতি লোকেরা জল পান। এছাড়াও তিনি জানিয়েছেন এখন থেকে স্প্রিংকলারের সাহায্যে শহরে রাস্তাঘাটে জল ছড়ানো হবে। যাতে রাস্তায় ধুলো না ওড়ে এবং গরম থেকে খানিকটা হলেও রেহাই পাওয়া যায়। এলাকার মানুষ এই উদ্যোগকে ভালো চোখে দেখছেন কিন্তু তাদের বক্তব্য কতটা কাজ করি হয় তা দেখা, এলাকার মানুষদের অভিযোগ দুপুরবেলা জলের প্রেসার খুব কম থাকার অসুবিধা হয়।

বাইট বিমল পাল ও মনোজ প্রসাদ

Howrah

Apr 16 2023, 16:29

*অনুষ্ঠিত হলো সারা বাংলা যোগাসন প্রতিযোগীতা*

অনুষ্ঠিত হলো সারা বাংলা যোগাসন প্রতিযোগীতা।হাওড়ার অভনী রিভার সাইড মলের উদ্যোগে এই প্রতিযোগীতার আয়োজন করা হয়।মলের মধ্যে রবিবার এই প্রতিযোগীতায় অংশ নেয় রাজ্যের বিভিন্ন জেলার ২৭০ জন প্রতিযোগী।আট বছর থেকে তিরিশোর্ধ বয়সের প্রতিযোগীরা অংশ নেয়।

যোগা শিক্ষক কিরণ মন্ডল জানান যোগাসনের মাধ্যমে শরীরকে ফিট রাখা যায়।তাই যোগাসন সম্পর্কে মানুষকে উৎসাহী করতে এই প্রতিযোগীতার আয়োজন করা হয়েছে।খুব ভালো সাড়া মিলেছে।প্রতিযোগীতায় স্বচ্ছতা বজায় রাখতে অনলাইন সম্প্রচারের ব্যবস্থা করা হয়।

বাইট..১..কিরণ মন্ডল(যোগা শিক্ষক)

Howrah

Apr 15 2023, 20:35

*হৈমন্তীর হাওড়ার বাড়িতে এবার সি বি আই দল*

হাওড়া: হৈমন্তীর হাওড়ার বাড়িতে সি বি আই এর দল। পাঁচ সদস্যের দল বাড়ির ভেতরে প্রবেশ করেছে। বাইরে রয়েছে কেন্দ্রীয় বাহিনী। সন্ধ্যা ছয়টা পঞ্চাশ মিনিট নাগাদ হাওড়ার বাড়িতে আসে দলটি

হৈমন্তীর হাওড়ার বাপের বাড়িতে সি বি আই এর আধিকারিকরা।সঙ্গে কেন্দ্রীয় বাহিনীসন্ধ্যা সাড়ে ছটা নাগাদ পাঁচ সদস্যের দল বাড়ির ভেতরে প্রবেশ করে।এই বাড়িতেই হৈমন্তীর বাবা মা ও বোন থাকেন।পরিবারের লোকজনদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।জানা গেছে হৈমন্তী এই বাড়িতে নেই।আজকের সি বি আই এর এই অভিযানে র খবর পেয়ে বাড়ির সামনে কৌতূহলী মানুষের ভিড়।

Howrah

Apr 15 2023, 19:36

*নববর্ষের দিন গাজা পাচার রুখলো পুলিশ*

সড়ক পথের পর এবার রেল পথে গাজা পাচার রুখলো রেল পুলিশ। ২২৬৪১ নং ত্রিবান্দ্রম এক্সপ্রেস । দুজন যুবক ও দুজন যুবতী এই চারজন মিলে কলকাতার উদ্দেশ্যে ওই গাড়ি করে আসেন ।সাঁতরাগাছি স্টেশনে নবলে। সাঁতরাগাছি জিআরপির চার এবং পাঁচ নম্বর প্লাটফর্মে ওই চার জনকে জিজ্ঞাসাবাদ শুরু করলে কথায় অসঙ্গতি মেলায় তাদের আটক করে তল্লাশি চালায়।

ধৃতদের কাছ থেকে উদ্ধার হয় গাজা। যার পরিমাণ প্রায় ৫৫ কেজি । ধৃত চারজনকে গ্রেফতার করে খড়গপুর জিআরপি। খড়গপুর স্টেশনে এই চারজনের ওপর সন্দেহ হয় খড়গপুর জিআরপির ওখান থেকেই তাদের ওপর নজর দাঁড়ি চালাচ্ছিল জিআরপির আধিকারিকরা। সাঁতরাগাছি স্টেশনে নামার পরই তাদেরকে আটক করে জিজ্ঞাসাবাদ করে।

তারা কোথা থেকে আসছিল আর কে কে ছিল,কোথায় নিয়ে যাচ্ছিল এই বিপুল পরিমাণ মাদক। কাদেরকে বিক্রি করার কথা ছিল। সমস্ত ব্যাপারে তদন্ত করছে সাঁতরাগাছি জিআরপির পাশাপাশি খড়গপুর জিআরপির আধিকারিকরা। এদিকে আজ সকালেও কোনা এক্সপ্রেস থেকে গাড়িতে করে গাজা পাচারের সময় ধরে ফেলে পুলিশ কর্মীরা। আবার একই দিনে বিকেলে স্টেশন থেকে গাজা উদ্ধারে স্বাভাবিকভাবেই কপালে চিন্তার ভাঁজ ফেলেছে প্রশাসনের ।